IQNA

হিজবুল্লাহ মহাসচিবের সতর্কবার্তা

ইহুদিবাদী দখলদাররা প্রতিরোধ আন্দোলনগুলোর নিখুঁত ক্ষেপণাস্ত্রের ব্যাপারে আতঙ্কিত

12:28 - November 12, 2021
সংবাদ: 3470960
তেহরান (ইকনা): লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ গতকাল (বৃহস্পতিবার) শহীদ দিবস উপলক্ষে দেয়া এক ভাষণে সিরিয়া-আমিরাত সম্পর্ক, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কয়েকটি আরব সরকারের সম্পর্ক স্বাভাবিকিকরণ এবং লেবানন-বিরোধী সৌদি তৎপরতা সম্পর্কে অত্যন্ত জরুরি, যৌক্তিক ও সময়োপযোগী কিছু মন্তব্য করে এ অঞ্চলের একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছেন। 

সম্প্রতি আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ প্রসঙ্গে হিজবুল্লাহর মহাসচিব বলেছেন, এই সফর সেই আরব সরকারগুলোর মোকাবেলায় সিরিয়ার বিজয়কেই তুলে ধরছে যারা সিরিয় প্রেসিডেন্ট আসাদের পতন ঘটাতে শত শত কোটি ডলার খরচ করেও তাতে ব্যর্থ হয়েছে এবং তাদের ব্যর্থতাও স্বীকার করেছে।  
 
সম্প্রতি বর্ণবাদী ইসরাইল বাহরাইন, আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ নৌ-মহড়া চালিয়েছে। গত অক্টোবর মাসের শেষের দিকেও ইসরাইল আমিরাতসহ কয়েকটি দেশের বিমান বাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালিয়েছিল।
 
হিজবুল্লাহর মহাসচিব মনে করেন, এসব তৎপরতা একদিকে ইসরাইলের আতঙ্কিত অবস্থা ও অন্যদিকে আরব সরকারগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকিকরণের প্রক্রিয়াকে এগিয়ে নেয়ার প্রচেষ্টাকেই তুলে ধরছে।  তিনি এ প্রসঙ্গে বলেছেন, 'ইসরাইলের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এখন আতঙ্কে থাকা। লেবাননের ভয়ে ইসরাইল এখন অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে প্রায়ই সামরিক মহড়া চালাচ্ছে। ... ইসরাইল প্রতিরোধ আন্দোলনগুলোর শক্তিমত্তাকে গুরুত্ব দিচ্ছে। ইহুদিবাদী দখলদাররা প্রতিরোধ আন্দোলনগুলোর নিখুঁত ক্ষেপণাস্ত্রের ব্যাপারে আতঙ্কিত। ইসরাইল লেবাননের একটি মর্টারের গোলাকে ভয় পাচ্ছে না, বরং ভয় পাচ্ছে এই ভেবে যে আগামী যুদ্ধে উত্তর ফিলিস্তিনের একটি অংশ তার হাতছাড়া হবে।'  
 
এ ছাড়াও বাহরাইন ও আমিরাতের সঙ্গে সামরিক মহড়া চালিয়ে দখলদার ইসরাইল আরব দেশগুলোতে তার গ্রহণযোগ্যতা গড়ে তুলে লেবাননের হিজবুল্লাহর ভয় কাটিয়ে নিঃশ্বাস নেয়ার চেষ্টা করছে বলে হিজবুল্লাহর মহাসচিব মনে করেন।
 
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এ প্রসঙ্গে বলেছেন:  ' ইসরাইল হিজবুল্লাহর শক্তি, বক্তব্য ও কৌশলগত প্রজ্ঞা এবং প্রতিরোধ আন্দোলনকে পূর্ণাঙ্গ গুরুত্ব দিচ্ছে ও এরই আলোকে আচরণ করছে। ইসরাইল কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে নিঃশ্বাস নেয়ার চেষ্টা করছে।'
 
ওদিকে সৌদি সরকার বহুকাল থেকেই দখলদার ইসরাইলের গোপন সহযোগী। আর তাই রিয়াদ নানা অজুহাতে লেবানন সরকারের ওপর চাপ সৃষ্টিসহ কৃত্রিম সংকট ও গৃহযুদ্ধ সৃষ্টির মাধ্যমে প্রতিরোধ আন্দোলনকে দুর্বল করে মার্কিন সরকার ও ইহুদিবাদী ইসরাইলের সেবা করতে চায় বলে হিজবুল্লাহর প্রধান মনে করেন।
 
হিজবুল্লাহর প্রধান এ প্রসঙ্গে বলেছেন, 'সৌদি সরকার লেবাননের প্রতিরোধ আন্দোলনকে সহ্য করতে পারছেনা। ২০০৬ সাল থেকেই সৌদি সরকার হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ করছে। ৩৩ দিনের যুদ্ধে সৌদি সরকার ইসরাইলকে উস্কানি দিত।  মার্কিন সরকার ও ইসরাইলের সেবা করতে সৌদি সরকার লেবাননে তার মিত্রদের দিয়ে হিজবুল্লাহর ওপর গৃহযুদ্ধ চাপিয়ে দিতে চায়।' iqna
 
captcha