IQNA

লেবাননের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ওপর মার্কিনি নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানালো হিজবুল্লাহ

19:31 - November 07, 2020
সংবাদ: 2611773
তেহরান (ইনকা): লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিলের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা এবং নিন্দা করেছে। সংগঠনটি বলেছে, আমেরিকার এই নিষেধাজ্ঞা লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মারাত্মক নজির।

জিবরান বাসিল হচ্ছেন লেবাননের ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্টের নেতা এবং তিনি দীর্ঘদিন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি একসময় টেলিযোগাযোগ মন্ত্রী এবং জ্বালানিমন্ত্রী হিসেবেও কজে করেছেন। পার্সটুডে

গতকাল হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, সারাবিশ্বের সন্ত্রাসবাদ, চরমপন্থা, দুর্নীতি, দুর্নীতিবাজ নেতা এবং একনায়কতন্ত্রের পৃষ্ঠপোষকতা করে আসছে আমেরিকা। সেই আমেরিকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলার কোনো অধিকার নেই।

হিজবুল্লাহ'র বলেছে, জিবরান বাসিলের ওপর নিষেধাজ্ঞা আরোপের মূল কারণ হচ্ছে এর মাধ্যমে ওয়াশিংটন লেবাননের বৃহত্তম রাজনৈতিক জোটকে নতজানু করে দেশের ওপর খবরদারি এবং তাদের নির্দেশনা বাস্তবায়ন করতে চায়। বিশ্বের বিভিন্ন দেশের উপর নিজেদের প্রভাব বিস্তারের জন্যই কথিত সন্ত্রাসবাদ এবং দুর্নীতিবিরোধী নানারকম আইন করেছে আমেরিকা। এসব আইনের নামে তারা মূলত বিভিন্ন দেশে বিশৃঙ্খলা এবং বিভক্তি সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে। iqna

captcha