IQNA

দীর্ঘদিন দায়েশের সদস্যদের বেচে থাকার রহস্য আবিষ্কার করলো হাশদ আল শাবি

20:01 - April 16, 2020
সংবাদ: 2610608
তেহরান (ইকনা)- ইরাকের জনপ্রিয় সশস্ত্র স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির অন্যতম সিনিয়র কমান্ডার “আলী আল হুসাইনী” গতকাল বলেছেন: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের সন্ত্রাসীরা কিরুকুক প্রদেশে দীর্ঘদিন কোন প্রকার কার্যক্রম ছাড়াও বেচে রয়েছে। তাদের এই বেচে থাকার রহস্য আমরা উদঘাটন করেছি।

হুসাইনী বলেছেন: হাশদ আশ-শাবির সদস্যরা কিরকুক প্রদেশের পশ্চিম এবং দক্ষিণাঞ্চলে অনুসন্ধান মূলক এক অপারেশনের মাধ্যমে দায়েশের অন্তর্গত বেশ কয়েকটি বিশাল গুদাম আবিষ্কার করেছে।

তিনি বলেন: সন্ত্রাসীরা এই প্রদেশের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে গুদামগুলি খনন করেছে। তারা বেশ কয়েকটি পাথুরে পাহাড়ে এসকল গুদাম খনন করে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য গুদামজাত করতো এবং দীর্ঘদিন শহরে আসা-যাওয়া না করেই এসকল গুদাম থেকে খাদ্য সরবরাহ করত।

আবিষ্কৃত গুদামগুলো সন্ত্রাসীরা সম্পূর্ণরূপে গোপন রেখেছিলো।

আলী আল হুসাইনী আরও বলেন: এসকল গুদাম আবিষ্কারের পর এটি স্পষ্ট যে দায়েশের অপরাধকর্ম অব্যাহত রাখার জন্য তারা প্রচুর পরিমাণ আর্থিক সহায়তা পেয়েছে। নিঃসন্দেহে, সন্ত্রাসী মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট হতে এই আর্থিক সহযোগিতা পেয়েছে।

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যরা এখনো মাঝে মধ্যে নেইনাওয়া, সালাহ আল-দিন, আল আনবার, দিয়ালা, কিরকুক এবং বাগদাদের আশেপাশে তাদের সন্ত্রাসীমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। iqna

 

captcha