IQNA

আফগানিস্তানে ইসলামী ঐক্য পার্টির সাবেক নেতার স্মরণে অনুষ্ঠিত শোক সভায় হামলা; নিহত ২৭

22:12 - March 06, 2020
সংবাদ: 2610361
তেহরান (ইকনা)- আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলে ইসলামিক ঐক্য পার্টির সাবেক নেতা “আব্দুল আলী মাজারী”র ২৫তম মৃত্যুবার্ষিকীর স্মরণে অনুষ্ঠিত এক শোক সভায় সন্ত্রাসীদের গুলিবর্ষণে ২৭ জন নিহত হয়েছেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ সকালে এক বিবৃতিতে ঘোষণা করেছে: রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলে ইসলামিক ঐক্য পার্টির সাবেক নেতা “আব্দুল আলী মাজারী”র ২৫তম মৃত্যুবার্ষিকীর স্মরণে অনুষ্ঠিত এক শোক সভায় অজ্ঞাত সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়েছে।

এই হামলায় নিহত হয়েছে অন্তত ২৭ জন তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন দেশটির প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ। নিহতদের মধ্যে আফগান রাজনৈতিক কর্মকর্তারাও আছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসরাত রাহিমী ঘোষণা করেছেন: সশস্ত্র সন্ত্রাসীদের এই হামলায় ১৮ জন আহত হয়েছেন। তবে, আহতদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তারা সকলেই বেসামরিক নাগরিক।

আব্দুল্লাহ আব্দুল্লাহর মুখপাত্র জানান, সমাবেশে আফগানিস্তানের শীর্ষ পর্যায়ের কয়েকজন রাজনৈতিক নেতা অংশ নিয়েছিলেন। তার মধ্যে আব্দুল্লাহ আব্দুল্লাহ নিজেও উপস্থিত ছিলেন। বন্দুকধারীরা প্রথমে রকেটের গোলাবর্ষণ করে পরে রাইফেল দিয়ে গুলি চালায়।

আব্দুল্লাহ আব্দুল্লাহর মুখপাত্র ফারিদুন কাওয়াজুনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ যেখানে বসেছিলেন তার কাছাকাছি এসে একটি রকেটের গোলা পড়ে এবং প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। এরপর বন্দুকধারীরা গুলি চালায়।

এখনও পর্যন্ত কোনও ব্যক্তি বা গোষ্ঠী এই সশস্ত্র হামলার দায় স্বীকার করেনি। এদিকে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ একটি টুইট বার্তায় ঘোষণা করেছে যে, এই হামলার সাথে তার দলের কোন সম্পর্ক নেই। iqna

 

captcha