IQNA

আরব আমিরাতে একই কমপ্লেক্সে নির্মিত হচ্ছে মসজিদ-গির্জা-সিনাগগ

22:46 - September 24, 2019
সংবাদ: 2609292
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নির্মিত হতে যাচ্ছে গির্জা, মসজিদ এবং সিনাগগ সমন্বিত কমপ্লেক্স। এই কমপ্লেক্সে ইসলাম, খ্রিস্টান ও ইহুদী ধর্মের উপাসনালয় হিসেবে যথাক্রমে একটি মসজিদ, একটি গির্জা এবং একটি সিনাগগ নির্মাণ করা হবে। কমপ্লেক্সটিকে ‘আব্রাহামিক পরিবার ঘর’ নামে অভিহিত করা হয়েছে। ২০২২ সালে এটির নির্মাণ কাজ সম্পন্ন হবে। এই কমপ্লেক্সের নকশা তৈরি করেছেন স্থপতি স্যার ডেভিড অ্যাডজয় ওবি।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ডেভিড অ্যাডজয় বলেন,‘আমি সম্মানিত বোধ করছি যে আমার নকশাটি নির্বাচন করা হয়েছে। আমি বিশ্বাস করি যে, আমরা যে ধরণের পৃথিবীতে বাস করতে চাই আমার স্থাপত্যশৈলীর মাধ্যমে তেমন একটি সহনশীল, উন্মুক্ত এবং অবিচ্ছিন্ন অগ্রগতি সাধিত হবে। আমরা আশা করি আমরা এমন একটি সুন্দর স্থাপনার জন্য পরিকল্পনা তৈরি করেছি যা তিনটি ধর্মকে উদযাপন করে। স্থানটি পৃথিবীর জন্য উন্মুক্ত হবে এবং আমাদের আশা এই স্থাপনার মাধ্যমে সমস্ত ধর্মের ভবিষ্যৎ প্রজন্মকে শান্তিপূর্ণ সহাবস্থান শিখতে সাহায্য করবে।’

পন্টিফিক্যাল কাউন্সিল ফর ইন্টাররিলিজিয়াস ডায়ালগের সভাপতি মিগুয়েল অ্যাঞ্জেল বলেছেন, ‘এই প্রচেষ্টা মানবতার জন্য গভীর গতিশীল মুহূর্ত। যদিও দুঃখের বিষয় ধর্মীয় বিদ্বেষ এবং বিভাজনের সংবাদ আমরা প্রায়ই দেখতে পাই, সেখানে ‘আব্রাহামিক পরিবার ঘর’ নির্মাণের মাধ্যমে আমাদের মধ্যে আন্তঃধর্মীয় সংলাপ, পারস্পরিক জ্ঞান এবং নির্মাণের সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং ভ্রাতৃত্বপূর্ণ একটি শান্তির পৃথিবী প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

উল্লেখ্য, একটি কমপ্লেক্সের ভিতরেই বিশ্বের প্রধান তিনটি ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়ের সহাবস্থান পৃথিবীতে এটাই প্রথম।    iqna

captcha