IQNA

আফগানিস্তানের বাঘলান প্রদেশে বোমা হামলা

20:18 - February 02, 2019
সংবাদ: 2607852
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বাঘলান প্রদেশের নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, পুল-ই-খুমরি শহরের একটি রাস্তায় মাইন বিস্ফোরণ ঘটেছে।

বার্তা সংস্থা ইকনা: বাঘলান প্রদেশের পুলিশ মুখপাত্র জাভেদ বাশারাত বলেন:বাঘলান প্রদেশের পুল-ই-খুমরি শহরের একটি চেকপয়েন্টের নিকটবর্তী রাস্তায় মাইন বিস্ফোরণ ঘটেছে।

তিনি বলেন: এই মাইনটি রাত্রে সন্ত্রাসীরা রাস্তায় পুতে রেখেছিল। এই বিস্ফোরণের ফলে পুল-ই-খুমরি শহরের অধিবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, বাগলান প্রদেশের একটি অনিরাপদ এলাকা হচ্ছে পুল-ই-খুমরি। এই শহরে তালেবানের সদস্যরা উপস্থিত রয়েছে। এই সন্ত্রাসী গোষ্ঠী চলতি বছরের শুরু থেকে বেশ কয়েকবার নিরাপত্তা কর্মীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে।

বাঘলান প্রদেশটি আফগানিস্তানের উত্তর-পূর্বে অবস্থিত। তালেবানের সদস্যরা এই শহরে ব্যাপকভাবে অবস্থান করে কাবুলের মহাসড়কে গুরুতরভাবে অনিরাপদ পরিস্থিতি সৃষ্টি করেছে। যদি এই প্রদেশ থেকে তালেবানদের উৎখাত না করা হয়, তাহলে আফগান সরকারকে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। iqna

 

 

captcha