IQNA

আল-আরবি আল-জাদিদ দাবি করেছে;

ইউরোপীয় পাসপোর্ট নিয়ে ইরাকে ভ্রমণ করছে ইসরাইলি পর্যটকগণ

23:45 - October 04, 2018
সংবাদ: 2606894
আন্তর্জাতিক ডেস্ক: আল-আরবি আল-জাদিদ সংবাদপত্র দাবি করেছে, সম্প্রতি ইসরাইলের বেশ কিছু পর্যটক ইউরোপীয় ও আমেরিকান পাসপোর্ট দিয়ে ইরাকে ভ্রমণ করেছে।


বার্তা সংস্থা ইকনা: আল-আরবি আল-জাদিদ সংবাদপত্র ওয়েবসাইটের সদর দপ্তর লন্ডনে অবস্থিত। এই সংবাদপত্র এক প্রতিবেদনে প্রকাশ করেছে, সম্প্রতি ইসরাইলের বেশ কিছু পর্যটক ইউরোপীয় ও আমেরিকান পাসপোর্ট দিয়ে ইরাকে ভ্রমণ করেছে এবং ইদানীং এসকল পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তারা ইরাকের বাবিল, বাগদাদ এবং বসরাসহ বিভিন্ন ঐতিহাসিক ও ধর্মীয় শহরসমূহ পরিদর্শন করেছে।
আল-আরবি আল-জাদিদ আরও উল্লেখ করেছে, এসকল পর্যটকগণ ইরাকের বাবিল এবং বাগদাদের ঐতিহাসিক ভবনের সামনে ছবি তুলে তা সামাজিক নেটওয়ার্কে প্রকাশ করে উল্লেখ করছে যে, এসকল ঐতিহাসিক ভবনসমূহ অর্ধ শতাব্দী পূর্বেও ইহুদীদের ছিল এবং সেগুলো তাদের পূর্বপুরুষদের সম্পদ।

ইরাকী নিরাপত্তা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ব্রিটেন, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট দিয়ে ইসরাইলের ৬ জন নাগরিক ইরাকে ভ্রমণ করেছে। এসকল ইসরাইলী ইরাকে অবস্থিত বিভিন্ন নবী (সা.)এর পবিত্র মাযার, প্রাচীন ও ঐতিহাসিক ভবনসমূহ পরিদর্শন করেছে।
iqna

 

captcha