IQNA

শ্রীলংকায় পৌঁছে গেছে "মাযার শরীফ"

23:22 - October 02, 2018
সংবাদ: 2606873
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্রের ইরানের কালচারাল কাউন্সিলের উদ্যোগে "মাযার শরীফ" চলচ্চিত্রটি শ্রীলংকার জাতীয় চলচ্চিত্র কর্পোরেশন হলে প্রদর্শিত হয়েছিল।

 

বার্তা সংস্থা ইকনা: আব্দুল হাসান বারজাদেহের লেখা ও পরিচালনা এবং মানুচেহের শাহসাওয়ারীর প্রডাকশনে মাযার শরীফ চলচ্চিত্রটি ৩০শে সেপ্টেম্বর শ্রীলংকার জাতীয় চলচ্চিত্র কর্পোরেশন হলে প্রদর্শিত হয়েছিল। ফার্সি ভাষায় নির্মিত উক্ত চলচ্চিত্রটি ইংরেজি সাবটাইটসহ সম্প্রচার করা হয়।

আফগানিস্তানে ইরানী কনস্যুলেটের নিহত হওয়ার ঘটনা নিয়ে "মাযার শরীফ" চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। এতে দেখা যায় যে, সন্ত্রাসী গোষ্ঠী তালেবানের ১০ জন সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে ইরানে ক্যানস্যুলেট সহ কনস্যুলারের ১০ জন স্টাফকে নির্মমভাবে হত্যা করে।

এই চলচ্চিত্রটি দেশের শ্রীলংকায় বসবাসরত ইরানী এবং শ্রীলংকান নাগরিকরা এধরণের উদ্যোগের স্বাগত জানিয়েছে।

"মাযার শরীফ" চলচ্চিত্রটি প্রদর্শনের পূর্বে ইরানের সভ্যতা এবং রন্ধনপ্রণালী সম্পর্কে সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে।

iqna

 

captcha