IQNA

দুর্নীতির অভিযোগ থেক খালাস পেলেন মালয়েশিয়ার অর্থমন্ত্রী

23:34 - September 03, 2018
সংবাদ: 2606617
আন্তর্জাতিক ডেস্ক: আজ (৩য় সেপ্টেম্বর) দুর্নীতির অভিযোগ থেকে মালয়েশিয়ার অর্থমন্ত্রী বেকসুর খালাস পেয়েছেন।

ট্রাম্প বানিয়ে কথা বলেন: জন কেরি
বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ার অর্থমন্ত্রী "লীম কান অংগ" দুর্নীতির অভিযোগ থেকে বেকসুর খালাস পেয়েছেন।
২০১৬ সালে লীম কান অংগ 'পেনানং' রাজ্যের গভর্নর হিসাবে কর্মরত ছিলেন। তখন তার ক্ষমতার অপব্যবহার করার অভিযোগে দুর্নীতি দমন কমিটি ২০১৬ সালে তাকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, সেসময় তিনি একটি কৃষিজমির ব্যবহার পরিবর্তন করে হাউজিং জন্য ব্যবহার করেছেন। এছাড়াও বাজারের মূল্যের তুলনায় কম মূল্যের একটি এপার্টমেন্ট ফ্লোর কিনেছে।
সম্প্রতি মালয়েশিয়ার জাতীয় ফ্রন্টের জোটের পরাজয়ের পর লীম কান অংগ সেদেশের অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন।

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিটি আজ (সোমবার) একটি বিবৃতি উল্লেখ করেছে, মালয়েশিয়ার আদালত অর্থমন্ত্রীকে নির্দোষ সাব্যস্ত করে রায় দিয়েছে, আর এই রায়ে আমরা বিস্মিত হয়েছি।
iqna

 

captcha