IQNA

হজে ইসরাইলি কোম্পানির অংশগ্রহণ

9:25 - July 30, 2018
সংবাদ: 2606338
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুসলমানদের আইনি বোর্ডের সাধারণ সম্পাদক বলেছেন: এই বছর সৌদি আরব হজের কিছু নির্বাহী কাজ সম্পাদন করার জন্য ইসরাইলি কোম্পানির নিকটে হস্তান্তর করেছে।

 

বার্তা সংস্থা ইকনা: ভারতের নয়াদিল্লীর ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে এই বিষয়ে মাওলানা ওলী রাহমানী বলেন: আমি আপাতত ইসরাইলি এই কোম্পানির নাম এবং এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না। কিন্তু আমি নিশ্চিত যে খবরটি বিশ্বাসযোগ্য।

তিনি আরও বলেন: যায়নবাদী শাসনের সহযোগিতা সাধারণভাবে একটি বড় ভুল; কারণ এই অত্যাচারী শাসক শত শত নির্দোষ ফিলিস্তিনি নারী ও শিশুকে হত্যা করেছে এবং তাদের হুকুমত সম্পূর্ণরূপে অবৈধ।

তিনি হজের ফ্লাইটের (ভারত থেকে সৌদি আরবে যাওয়া-আসার) খচর সম্পর্কে বলেন: এ ব্যাপারে ভারত সরকারের সাথে সৌদি আরবও দায়ী। এখানে এই হোস্ট (সৌদি আরব) দেশের ভূমিকা উপেক্ষা করা যাবে না।

মাওলানা ওলী রাহমানী বলেন: "সৌদি এয়ারলাইন্স" হোক বা "এয়ার ইন্ডিয়া" হোক উভয়ই অংশীদারি। উভয় দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো হজযাত্রীদের পর্যাপ্ত সুবিধা প্রদান করে না। এখনও ভারতের প্রতি হাজির নিকট থেকে ৩০ থেকে ৪০ হাজার রুপি অধিক নেওয়া হচ্ছে।

iqna

 

 

 

 

captcha