IQNA

সর্বোচ্চ নেতা;

ফিলিস্তিনিকে ইহুদিকারণের দুঃস্বপ্ন কখোনই বাস্তবায়িত হবে না

12:55 - July 24, 2018
1
সংবাদ: 2606286
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ফিলিস্তিনকে ইহুদিকরণের যে পরিকল্পনা আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল হাতে নিয়েছে তা হচ্ছে একটি ‘দুঃস্বপ্ন’ যা কোনদিন বাস্তবায়িত হবে না।

 

বার্তা সংস্থা ইকনা: তিনি গতকাল এক ভাষণে ফিলিস্তিন ও বায়তুল মুকাদ্দাসের জন্য আমেরিকা ও ইসরাইল ‘শতাব্দির গুরুত্বপূর্ণ চুক্তি’ নামের যে দুরভিসন্ধিমূলক পরিকল্পনা হাতে নিয়েছে সে সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।

সর্বোচ্চ নেতা বলেন, ফিলিস্তিনকে ইহুদিকরণের দুঃস্বপ্ন যেমন বাস্তবায়িত হবে না তেমনি ‘শতাব্দির গুরুত্বপূর্ণ চুক্তি’ও কার্যকর করা যাবে না।

দখলদার ইসরাইলের সংসদ 'নেসেট' গত ১৯ জুলাই গোটা অধিকৃত ফিলিস্তিনকে ইহুদি জাতির রাষ্ট্র বলে ঘোষণা দিয়ে এ ঘোষণাকে আইন হিসেবে অনুমোদন করে। চরম বর্ণবাদী বা ইহুদিবাদী এ আইন অনুযায়ী গোটা ফিলিস্তিন কেবল ইহুদিবাদীদের দেশ হওয়ায় সেখানে ফিলিস্তিনিদের কোনো নাগরিক ও মানবিক-অধিকার থাকবে না।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইসরাইলের এই নতুন বর্ণবাদী তাণ্ডব ও উপনিবেশবাদী দাম্ভিকতায় উদ্বেগ প্রকাশ করেছে। ইসরাইলের এ পদক্ষেপ আন্তর্জাতিক আইনের বিরোধী বলে সংস্থাগুলো উল্লেখ করেছে।  এমনকি হাজার হাজার ইসরাইলি নাগরিকও এই বিল পাসের প্রতিবাদে তেল-আবিবে বিক্ষোভ-মিছিল করেছে।

এদিকে মার্কিন সরকার দৃশ্যত ফিলিস্তিনিদের সঙ্গে ইহুদিবাদী দখলদারদের সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে কথিত ‘শতাব্দির গুরুত্বপূর্ণ চুক্তি’ নামক এক পরিকল্পনা হাতে নিয়েছে। ইহুদিবাদীদের সঙ্গে ফিলিস্তিনিদের সম্পর্ক স্বাভাবিক করার অজুহাতে এ পরিকল্পনা হাতে নেয়া হলেও এর মূল লক্ষ্য ফিলিস্তিনি ভূখণ্ডকে ইহুদীকরণের পরিকল্পনা দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা।

iqna

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
oymejkgq
0
0
20
captcha