IQNA

আল-আযহার কুরআনের আয়াত বাদ দেয়ার জন্য ফ্রান্সের অনুরোধের নিন্দা জানিয়েছে

23:56 - April 28, 2018
সংবাদ: 2605626
কুরআনের সকল আয়াতে অ-মুসলমানদের সাথে জিহাদ করতে নির্দেশ দেয়া হয়েছে সে সকল আয়াত কোরআন থেকে বাদ দেয়ার জন্য ফরাসি ব্যক্তিত্বদের অনুরোধের নিন্দা জানিয়েছে মিশরের আল আযহার।

রোহিঙ্গাদের ভারতে প্রবেশে বাধা দিতে সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পবিত্র কুরআন থেকে আয়াতগুলি মুছে ফেলার জন্য ফরাসি কর্তৃপক্ষের অনুরোধে আল-আজহার ফরাসি ব্যক্তিত্বের অনুরোধের পূর্ণ বিরোধিতা করে বলেছেন: এই অনুরোধটি গ্রহণযোগ্য নয়।
আল আজহার বলেন: ফরাসি কর্মকর্তারা দাবি করেন যে পবিত্র কুরআন অমুসলিমদের হত্যার প্ররোচনা দেয়।
শেখ আহমেদ আল-তৈয়বের উপপরিচালক, আব্বাস শমিন তাঁর ফেসবুক পাতা লিখেছেন: "পবিত্র কুরআনের কোন আয়াত বাদ দেয়া যাবে না বরং তাদের চিন্তাধারাকে ঠিক করতে হবে যাতে তারা ঐশ্বরিক বইটি সঠিকভাবে বুঝতে পারে, কিন্তু যদি তারা তাদের ভুল বোঝাবুঝির উপর নির্ভর করে, তাহলে এই বোঝার এবং তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে।
আব্বাস শমিন বলেন: এই অনুরোধে তাদের অজ্ঞতার মাণ বহন করে, কেননা কুরআনে এমন কোন আয়াত নেই যা কোন ব্যক্তির হত্যার নির্দেশ দেয় এবং যারা কুরআনের আয়াতগুলোর অর্থ বোঝে না আমরা এমন ব্যক্তিদের জন্য দায়ী নই।
তিনি বলেন: দাবীকারীরা মনে করে যে, কুরআনের আয়াত তাদের খুনের সাথে সম্পর্কিত, প্রকৃতপক্ষে এগুলি শান্তির আয়াত, সমস্ত কুরআনের আয়াতে বলা হয়েছে যখন কাফেররা তোমাদেরকে হত্যা করবে তখন তোমরাও তাদেরকে হত্যা করবে। কুরআনে কোর নিরীহ ও নিরপরাধ মানুষকে হত্যা করার কথা বলা হয় নি।
এই অনুরোধের স্বাক্ষরকারীরা মুসলিম কর্তৃপক্ষকে পবিত্র কুরআনের আয়াতগুলি সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বলেছিল যে এই আয়াত ইহুদী, খ্রিস্টান ও নাস্তিকদের হত্যা ও শাস্তিকে উৎসাহিত করে।
iqna

captcha