IQNA

সৌদি শাসকের বিরুদ্ধে লিবিয়ার গ্র্যান্ড মুফতির মন্তব্য

19:13 - February 08, 2018
সংবাদ: 2604999
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার গ্র্যান্ড মুফতি সাদিক গারিয়ানী সৌদি শাসক ও তাদের সমর্থনকারীদের অত্যাচারী অভিহিত করে বলেছেন: সৌদি কারাগারে ইসলামী পণ্ডিত ও চিন্তাবিদে পরিপূর্ণ হয়ে গিয়েছে।

সৌদি শাসকের বিরুদ্ধে লিবিয়ার গ্র্যান্ড মুফতির মন্তব্য

 

বার্তা সংস্থা ইকনা: লিবিয়ায় এই গ্র্যান্ড মুফতি একটি প্রবন্ধে লিখেছিলেন: সৌদি শাসক সর্বদা আলেমগণ, মুসলিম মুজাহিদীন ও চিন্তাবিদদের চাপে মুখে রাখছে। এমনকি যারা সেদেশের বাহিরে রয়েছে তাদেরকেও চাপের মুখে রেখেছে।

তিনি বলেন: এ দেশের বেশ কয়েকজন বিপ্লবী নেতা সৌদি  আরবে জীবন যান করে। গতবছর রমজান মাসে সৌদি শাসক তাদেরকে গ্রেফতার করেছে। এখনও পর্যন্ত তাদের কোন হদিস পাওয়া যায়নি।

অথচ, গ্লোবাল মুসলিম পণ্ডিত ইউনিয়ন গঠনের পূর্বে সৌদি কর্মকর্তাদের নিকটে আহ্বান জানানো হয়েছিলো যে, তারা যেন আলেমদের রাজনৈতিক বিভেদের মধ্যে গণ্য না করে। তাদের সাথে যেন যুক্তিসঙ্গতভাবে আচরণ করে। কিন্তু তারা এ বিষয়ে ভ্রুক্ষেপ করেনি।

iqna

 

 

captcha