IQNA

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৃতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা + প্রবিধান

2:08 - February 01, 2018
সংবাদ: 2604935
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৃতীয় আন্তর্জাতিক কিরাত ও হেফজ প্রতিযোগিতার আয়োজন শুরু হয়েছে। বিগত বছরের মতো এ বছরেও ইরানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সাথে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৃতীয় আন্তর্জাতিক কিরাত ও হেফজ প্রতিযোগিতা শুর হবে।

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৃতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা
বার্তা সংস্থা ইকনা: দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৃতীয় বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ১৯শে এপ্রিল শুরু হবে এবং একাধারে ২৬শে এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে। উক্ত কিরাত ও হেফজ প্রতিযোগিতা শুধুমাত্র পুরুষদের জন্য অনুষ্ঠিত হবে।
এই প্রতিযোগিতা মুল শর্ত হচ্ছে যেসকল দেশ থেকে প্রতিনিধিগণ আসবে তাদেরকে সেসকল দেশের নাগরিক হতে হবে। বিগত বছরসমূহে ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে।
এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বয়স ১৮ থেকে ৪৫ বছর হতে হবে। সুর সহকারে কিরাত এবং কিরাতের সকল নিয়ম-কানুন মেনে কিরাত করতে হবে। প্রত্যেক প্রতিনিধি শুধুমাত্র একটি বিভাগে অংশগ্রহণ করতে পারবে।
প্রতিযোগিতার আয়োজক কমিটির ঘোষণা অনুযায়ী, প্রত্যেক প্রতিনিধি তার সাথে এক জন সঙ্গী রাখতে পরবে। প্রতিনিধি এবং তার সহযোগীর ভিসা, বিমানের টিকিট এবং থাকার সকল খরচ প্রতিযোগিতার আয়োজক কমিটি বহন করবে।

প্রতিযোগিতার নিয়মাবলী সম্পর্কে quraniran.ir ওয়েবসাইটে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য যেসকল ডকুমেন্টস প্রয়োজন সেগুলো হচ্ছে, পাসপোর্টের প্রথম পাতার ফটোকপি, নিবন্ধন ফর্ম সংযুক্ত করা ২ কটি ছবি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আগ্রহী ব্যক্তিমণ্ডলী তাদের প্রয়োজনীয় কাগজ পত্র ১৪৩৯ হিজরির ১৮ই জমাদিউস সানি তথা ২০১৮ সালের ৭ম মার্চের মধ্যে awqafiran@vahoo.com প্রেরণ করতে পারেন। এছাড়াও সরাসরি কথা বলার জন্য ০০৯৮৯২২-৩৭৮৪০৯৩ এবং ফ্যাক্স ০০৯৮২১-৬৪৮৭২৬২৭ নম্বরে যোগাযোগ করতে পারেন।
এছাড়াও সামাজিক নেটওয়ার্ক টেলিগ্রামের জন্য awqafiran@ এড্রেস ও ওয়াটস আপের জন্য ০০৯৮৯২২-৩৭৮৪০৯৩ যোগাযোগ করতে পারেন।
ফার্সি, ইংরেজি এবং আরবি ভাষায় প্রতিযোগিতার প্রবিধান সংগ্রহের জন্য এখানে ক্লিক করতে পারেন।
iqna

 

captcha