IQNA

আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার কুফল

16:16 - November 08, 2017
সংবাদ: 2604270
আমীরুল মু’মীনিন আলী ইবনে আবু তালিব (আ.) অসাধারণ একজন বাগ্মী। তাঁর বক্তৃতায় পারদর্শিতা সম্পর্কে আরবি সাহিত্যের বিখ্যাত ইতিহাসবেত্তা আহমদ হাসান যাইয়াত আরবি সাহিত্যের ইতিহাস (তারিখ-আল আদাব আল আরবি) গ্রন্থে উল্লেখ করেছেন, রাসূলের (সা.)-এঁর পর পূর্ববর্তী ও পরবর্তীদের মাঝে আলী ইবন আবু তালিব (আ.)-এঁর চেয়ে বিশুদ্ধভাষী এবং বক্তৃতা পারদর্শী আর কারো কথা আমার জানা নেই।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তিনি ছিলেন মহা প্রজ্ঞাবান যার বক্তব্যের প্রতিটি শব্দ থেকে প্রজ্ঞা উৎসারিত হতো এবং আদর্শ বক্তা যার জিহ্বা থেকে ভাষা অলংকারের যেন ফুলকি ঝরত। তিনি সফর উপদেশদাতা যার উপদেশ কর্ণপথে হৃদয়ের গভীরে গিয়ে রেখাপাত করত এবং অসাধারণ পত্র-লেখক যার প্রতিটি ছত্রে অতলান্ত যুক্তির প্রকাশ থাকত। আদর্শ আলোচক যিনি যে-কোনো বিষয়ে ইচ্ছানুরূপ কথা বলতে পারতেন। সর্বসম্মতভাবেই তিনি ছিলেন মুসলিম উম্মাহ্‌র শ্রেষ্ঠ বক্তা এবং সৃজনশীলদের শিরোমণি।

আবুল হাসান আলী নাদভী (র.) বলেন, তাঁর নীতি কথা, উপদেশ বাণী ও প্রবাদ বাক্যসমূহের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এই যে, এগুলি নির্ভুল চিন্তা, বিশুদ্ধ ও সূক্ষ্ম পর্যবেক্ষণ এবং জীবন ও মানব স্বভাবের সুগভীর অধ্যায়ের কথা সুস্পষ্টরূপে প্রমাণ করে যেন তা সুদীর্ঘ অভিজ্ঞতা, চিন্তা-ভাবনা ও নিবিষ্ট অধ্যয়নের সারনির্যাস রূপে পেশ করা হয়েছে। যা হৃদয়ের গভীরে এবং জীবনের অতলান্তে প্রবেশের মাধ্যমেই করা সম্ভব।

আমিরুল মু’মিনি হযরত আলী(আ.) বলেছেন: তোমাদের কেউ যেন আপন প্রতিপালক ছাড়া অন্য কারো আশা না করে এবং তার ‘শাস্তি’ ছাড়া অন্য কিছুকে ভয় না করে। তোমাদের কেউ যেন যা জানে না তা শিখতে এবং না জানা বিষয়ে জিজ্ঞাসিত হলে 'জানি না' বলতে সংকোচ বোধ না করে।

তিনি আরও বলেছেন: অক্ষমতা একটি বিপদ, ধৈর্যের অর্থ সাহসিকতা, ভোগ বিলাসিতায় নির্মোহতা অমূল্য সম্পদ এবং ধর্মানুরাগ জান্নাত লাভের মাধ্যম।

মাওলা আলী(আ.) বলেছেন: مَنْ قَصَّرَ فِي الْعَمَلِ ابْتُلِيَ بِالْهَمِّ، وَلاَ حَاجَةَ لِلَّهِ فِيمَنْ لَيْسَ لِلَّهِ فِي مَالِهِ وَنَفْسِهِ نَصِيبٌ যারা কাজ করে না তাদের অনুশোচনা করা ছাড়া আর কো পথ থাকে না। আর যারা তাদের জান, মাল ও ধন-সম্পদকে আল্লাহর পথে ব্যয় করে না তাদেরও ক্ষতি ছাড়া কোন লাভ হয় না। কেননা আল্লাহ তাদেরকে অপছন্দ করেন। শাবিস্তান
captcha