IQNA

থাইল্যান্ডে প্রথম ইসলামী হোটেল চালু

18:42 - August 30, 2016
সংবাদ: 2601485
আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম পর্যটকদের আকৃষ্ট এবং অর্থনীতি শক্তিশালী করার জন্য থাইল্যান্ডে প্রথম ইসলামী হোটেল উদ্বোধন করা হয়েছে।
থাইল্যান্ডে প্রথম ইসলামী হোটেল চালু
বার্তা সংস্থা ইকনা: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের জনসংখ্যার অধিকাংশই বৌদ্ধ ধর্মাবলম্বী, তথাপি মুসলিম পর্যটকদের আকৃষ্ট করার জন্য সেখানে প্রথম ইসলামী হোটেল খোলা হয়েছে।

এই হোটেল খোলার মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিম পর্যটকদের আকর্ষণ করা এবং থাইল্যান্ডের অর্থনীতি শক্তিশালী করা।

থাইল্যান্ডের শিল্প ও পর্যটন কর্তৃপক্ষ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত তথ্য অনুযায়ী, গত বছর প্রায় ৩ কোটি বিদেশী পর্যটক থাইল্যান্ড ভ্রমণ করেছেন; এরমধ্যে মাত্র ৬৫৮ হাজার পর্যটক মধ্যপ্রাচ্যের ছিলেন।

থাইল্যান্ডের হালাল হোটেল কমিটির মহাব্যবস্থাপক সানিয়া বলেন, পৃথিবীতে প্রায় ১.৫ বিলিয়ন মুসলিম বসবাস করে এবং অর্থ উপার্জনের জন্য এটি আমাদের জন্য বিশাল বাজার হতে পারে।

তিনি আরো বলেন যে, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এই বাজারের শুধুমাত্র এক শতাংশই যথেষ্ট।

চার তারকা আলরুজ হোটেল নভেম্বরে ব্যাংককে খোলা হয়েছে এবং আশা করছে থাইল্যান্ডের পর্যটন ও অর্থনৈতিক অবস্থা ও অবস্থা পরিবর্তনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।

আলামরুজ হালাল হোটেলের স্থাপত্য মসজিদের অনুরূপ এবং এই হোটেলে দুইটি নামাজের কক্ষ এবং তিনটি ডাইনিং রুম রয়েছে।

এই হোটেলের অস্ট্রেলিয়ান মুসলিম অতিথি 'আমির ফাজেল' বলেন: থাইল্যান্ডে হালাল খাবারের হোটেলের অনেক অভাব। তবে এই হোটেল উদ্বোধন হওয়ার পর এই সমস্যাও সমাধান হয়েছে।

থাইল্যান্ডে প্রায় ৮০ লাখ মুসলিম অধিবাসী রয়েছে। এরমধ্যে অধিকাংশই আহলে সুন্নত এবং দেশটির মোট জনসংখ্যার মধ্যে শিয়া মুসলমানের সংখ্যা মাত্র ১ শতাংশ।

iqna


captcha