ইকনা- পূর্ব ইউরোপের এক নীরব শহর ইভেহ—যেখানে আজও প্রতিদিন আজানের ধ্বনি প্রতিধ্বনিত হয় দেড় শতাব্দী পুরনো এক কাঠের মসজিদ থেকে। বেলারুশের গ্রোডনো অঞ্চলের এই ছোট শহরের কেন্দ্রেই দাঁড়িয়ে আছে ইভেহ মসজিদ। ১৮৮৪ সালে প্রতিষ্ঠিত এই মসজিদটি বেলারুশের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে সুন্দর কাঠের মসজিদ হিসেবে আজও টিকে আছে। প্রায় ১৫০ বছর ধরে এর দরজা খোলা রয়েছে মুসল্লিদের জন্য, যা বেলারুশে ইসলামের অব্যাহত উপস্থিতির এক জীবন্ত নিদর্শন।
10:38 , 2025 Nov 09