IQNA

জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে হেরে যাচ্ছি: জাতিসংঘ মহাসচিব

10:23 - November 09, 2022
সংবাদ: 3472791
তেহরান (ইকনা): মিসরের শারম-আল-শেখ এ কপ-২৭ জলবায়ু সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে বিশ্ব নেতা ও কূটনীতিকরা বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে লড়াইকে মানুষের বেঁচে থাকার যুদ্ধ বলে তুলে ধরেছেন।    
জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে হেরে যাচ্ছি: জাতিসংঘ মহাসচিবজাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে আমরা হেরে যাচ্ছি বলে সতর্ক করে দিয়ে বলেন, বিশ্ব দ্রুতগতিতে নরকের মহাসড়কের দিকে এগিয়ে যাচ্ছে।  
 
গতকাল সোমবার মিশরের সাগরতীরবর্তী ওই অবকাশ কেন্দ্রে বিশ্বের সরকারগুলো দুই সপ্তাহের জলবায়ু আলোচনা শুরু করার পর এই কঠোর বার্তাটিই তাদের বক্তব্যের সুর নির্ধারিত করে দেয়; আফ্রিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের রাষ্ট্র নেতারা এই বার্তারই প্রতিধ্বনি করেন।
 
সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশ্যে জাতিহসংঘ প্রধান বলেন, সহযোগিতা অথবা ধ্বংস: মানবতাকে এর মধ্যে একটি বেছে নিতে হবে।
 
জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসা তরান্বিত করতে ও ইতোমধ্যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের শিকার দরিদ্র দেশগুলোকে দ্রুত অর্থায়ন করার আহ্বান জানান তিনি।  
গুতেরেস বলেছেন, ইউরোপের স্থল যুদ্ধ, শীর্ষ দুই গ্রিনহাউস গ্যাস নির্গমণকারী যুক্তরাষ্ট্র ও চীনের অবনতিশীল কূটনৈতিক সম্পর্ক, ব্যাপক মুদ্রাস্ফীতি ও জ্বালানি সরবরাহ সীমিত হয়ে পড়া দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই থেকে আরও দূরে সরিয়ে নেওয়ার ও ক্লিন এনার্জিতে স্থানান্তরের লাইন থেকে বিচ্যুত করার হুমকি তৈরি করছে।  
 
তিনি আরো বলেছেন, গ্রিনহাউস গ্যাস নির্গমণ বেড়ে চলেছে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিও অব্যাহত আছে আর আমাদের গ্রহ দ্রুত এমন একটি মাত্রার দিকে এগিয়ে যাচ্ছে যা জলবায়ু বিশৃঙ্খলাকে অপরিবর্তনীয় করে তুলবে।
সূত্র: রয়টার্স, ডিডাব্লিউ
captcha