IQNA

ইসলামিক পোশাক পরায় বহিষ্কার করা হল জাম্বিয়ার সংসদ সদস্যকে 

16:44 - December 18, 2021
সংবাদ: 3471153
তেহরান (ইকনা): জাম্বিয়ার পার্লামেন্টের এক মুসলিম সদস্যকে ইসলামি পোশাক পরার দায়ে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে।
লুমজি জেলার প্রতিনিধি মুনির জুলু যে পোশাকটি পরে পার্লামেন্টে উপস্থিত হয়েছিলেন, সেটি ছিল মূলত একটি জুব্বা এবং এব্যাপারে পার্লামেন্টের স্পিকার বলেছে যে, এই পোশাক পরে জাম্বিয়ার পার্লামেন্টে উপস্থিত হওয়ার ফলে এই পার্লামেন্টের পোশাক কোড লঙ্ঘন করা হয়েছে। 
 
জুলু বলেছেন যে তিনি পার্লামেন্টে ড্রেস কোডের সাথে সাংঘর্ষিক কোনো নিয়ম লঙ্ঘন করেননি, কারণ ইসলামিক পোশাক জুব্বা যা টোগা (ঐতিহ্যবাহী আফ্রিকান পোশাক) হিসাবে ব্যবহার করা যেতে পারে।
 
জাম্বিয়া পূর্ব আফ্রিকায় অবস্থিত একটি দেশ এবং দেশটির প্রায় ১ কোটি ৮৫ লাখ জনগণের মধ্যে ৫৫ হাজার জন মুসলিম। বেশিরভাগ জাম্বিয়ান মুসলিম সুন্নি মাজহাবের। তবে সেদেশে ভারতীয় শিয়াদের একটি দল আনুষ্ঠানিকভাবে শিয়া ইসলামিক সংস্থা গঠন করেছে। জাম্বিয়ার মুসলমানরা আফ্রিকান, তাবার এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অভিবাসী।  iqna
 

 

captcha