IQNA

আসন্ন মহররমের শোকানুষ্ঠান পালনের জন্য কুয়েতের হোসাইনিয়াসমূহ প্রস্তুত

20:26 - August 02, 2021
সংবাদ: 3470437
তেহরান (ইকনা): আসন্ন মহররম মাসে নবী করিম (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুয়েতের হোসাইনিয়া ও ইমামবাড়ীসমূহ প্রস্তুত করা হচ্ছে।

গতবছরের ন্যায় এ বছরও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সকল প্রকার স্বাস্থ্যবিধি পালন করে এই শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

কুয়েতের হোসাইনিয়া ও ইমামবাড়ীর কর্তৃপক্ষ সেদেশের স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে স্বাস্থ্য নির্দেশাবলী পালন করে মহররমের শোকানুষ্ঠান পালন করার ব্যবস্থা গ্রহণ করছেন।

আশুরা হোসাইনিয়ার কর্তৃপক্ষ মুহাম্মাদ আশুরা এ ব্যাপারে বলেছেন: স্বাস্থ্যবিধি পালন করে মহররমের শোকানুষ্ঠান পালন করার জন্য আমরা কুয়েতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছি।

তিনি বলেন: যে সকল হোসাইনিয়াতে শোক অনুষ্ঠান পালন করা হবে, তারা সকলেই করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য সকল প্রকার স্বাস্থ্যবিধি পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে প্রতিটি হোসাইনিয়ার ধারণক্ষমতা বিবেচনায় সেসকল হোসাইনিয়ার কর্মকর্তাদের শোকানুষ্ঠানে অংশ্রগহণকারীদের সংখ্যা নির্ধারণের জন্য আহ্বান জানিয়েছে।

আলে বু হামদ হোসাইনিয়ার কর্তৃপক্ষ হামদ বু হামদ বলেছেন: এই হোসাইনিয়াতেও স্বাস্থ্য নির্দেশনা অনুসারে শোকানুষ্ঠান পালন করা হবে এবং হোসাইনিয়ার ধারণক্ষমতা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে শোক মসলিস পালন করা হবে।

আবাজার গাফ্ফারী হোসাইনিয়ার কর্তৃপক্ষ হুসাইন আল-কাহতান বলেছেন: আমরা বর্তমানে খতিব ও বক্তাদের উপস্থিতির বিষয়ে যোগাযোগ করছি। এদিকে ফাতিমা জাহরা (সা. আ.) হোসাইনিয়ার কর্তৃপক্ষ আম্মার কাজেম বলেছেন: এ বছর মহররম মাসে এই হোসাইনিয়ার কার্যক্রম শুধুমাত্র ভার্চুয়ালের মাধ্যমে পরিচালিত হবে।

গতকাল থেকে কুয়েতি স্বাস্থ্য মন্ত্রণালয় সেদেশের হোসাইনিয়া পরিষদের সহযোগিতায় হোসাইনিয়ায় কর্মরত প্রায় ৪ হাজার কর্মীকে টিকা দেওয়া শুরু করেছে।

উল্লেখ্য যে, কুয়েতর ৩৪ লাখ জনগণের মধ্যে ৩৫ শতাংশ জনগণ শিয়া মুসলমান।  iqna

captcha