IQNA

তালেবানের যুদ্ধ ধর্মীয় রীতি-বিরোধী: প্রেসিডেন্ট আশরাফ গনি

19:12 - July 23, 2021
সংবাদ: 3470371
তেহরান (ইকনা): আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি তার দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে তালেবানের যুদ্ধকে ‘নাজায়েয’ বা ধর্মীয় রীতি-বিরোধী বলে মন্তব্য করেছেন। আফগানিস্তানের বার্তা সংস্থা আরিয়ানা নিউজ এ খবর জানিয়েছে।

গনি বৃহস্পতিবার কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে কয়েকজন পদস্থ আফগান সেনা কমান্ডারের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেমন তালেবানের যুদ্ধ অবৈধ তেমনি এ আগ্রাসন জাতীয়তাবাদী চেতনারও পরিপন্থি।

তালেবান হামলার মোকাবিলায় শক্ত প্রতিরোধ গড়ে তোলায় তিনি আফগান সেনা কমান্ডার ও সাধারণ সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। আফগান প্রেসিডেন্ট বলেন, “তালেবানের হাতে বেদখল হয়ে যাওয়া জেলাগুলো আমরা শিগগিরই পুনরুদ্ধার করব।”

এর আগে আফগানিস্তানের ওলামা পরিষদও দেশটির চলমান যুদ্ধকে নাজায়েজ ও ‘মুসলিম হত্যা’ বলে অভিহিত করেছিল। অবিলম্বে ভ্রাতৃঘাতী এ যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে ওই পরিষদ।

আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার করা শুরু করার পর থেকে গত কয়েক সপ্তাহ ধরে দেশটির সেনাবাহিনীর ওপর তালেবানের হামলা বেড়ে গেছে। এরইমধ্যে দেশের বিস্তীর্ণ এলাকা দখল করার দাবি করেছে তালেবান। এমন সময় এ হামলা চলছে যখন তালেবান এর আগে বলেছিল, তাদের যুদ্ধ শুধু বিদেশি সেনা উপস্থিতির বিরুদ্ধে। বিদেশি সেনারা আফগানিস্তান ত্যাগ করলে তারা অস্ত্র সমর্পণ করে দ্বীনি শিক্ষায় ফিরে যাবে। পার্সটুডে

captcha