IQNA

মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অবস্থান

0:01 - February 14, 2021
সংবাদ: 2612249
তেহরান (ইকনা): মিয়ানমারে অভ্যুত্থান সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। একই সঙ্গে গণতান্ত্রিকভাবে নির্বাচিতদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে আহ্বান করা হয়েছে।

শুক্রবার জাতিসংঘের বিশেষ অধিবেশনে দেশটিতে নির্বিচারে আটকদের মুক্তি দাবির প্রস্তাব ও গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান করা হয়।

জানা গেছে, ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের অনুরোধে বিশেষ ওই অধিবেশন হয়।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষ অধিবেশনের শুরুতেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপ-হাইকমিশনার নাদা আল-নাশিফ জানান, মিয়ানমারে কী ঘটছে তা সারাবিশ্ব দেখছে।

তিনি আরোবলেন, অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিন্টসহ তিন শতাধিক মানুষকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে রয়েছেন মানবাধিকারকর্মী, সাংবাদিক, শিক্ষার্থী ও ধর্মীয় নেতারাও।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপ-হাইকমিশনার নাদা আল-নাশি আটক সবার মুক্তির জন্য মিয়ানমার সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি ক্ষমতাসীন নেতাদের কয়েকজনকে আটরে রেখে জরুরি অবস্থা জারি করে মিয়ানমার সেনাবাহিনী। সূত্র: ডেইলি বাংলাদেশ

captcha