IQNA

আমেরিকা পরমাণু সমঝোতা ছিঁড়ে ফেললে আমরা টুকরো টুকরো করব: সর্বোচ্চ নেতা

15:22 - October 18, 2017
সংবাদ: 2604098
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, দায়েশসহ তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্ম দিয়েছে আমেরিকা। আর এ কারণে যারাই দায়েশের মোকাবেলা করছে তাদের ওপরই ক্ষুব্ধ হচ্ছে আমেরিকা।
আমেরিকা পরমাণু সমঝোতা ছিঁড়ে ফেললে আমরা টুকরো টুকরো করব: সর্বোচ্চ নেতা
পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আজ (বুধবার) দেশের শীর্ষস্থানীয় মেধাবীদের দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সর্বোচ্চ নেতা আরও বলেছেন, আমরা মার্কিন আধিপত্য দূর করতে সক্ষম হয়েছি এবং মার্কিন বিদ্বেষী আচরণ সত্ত্বেও আমরা আরও শক্তিশালী হয়েছি ও উন্নতিসাধন করেছি।

তিনি বলেন, "আমাদের সব উন্নতি ঘটেছে অবরোধের মধ্যে। আমরা লেবানন, সিরিয়া ও ইরাকে মার্কিন পরিকল্পনা নস্যাৎ করতে সক্ষম হয়েছি এবং আপনারা বিশ্বাস রাখুন এবারও তারা চপেটাঘাত খাবে, ইরানি জাতির কাছে তারা পরাজিত হবে।

পরমাণু সমঝোতার বিষয়ে আমেরিকার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা।

পরমাণু সমঝোতার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ওই পক্ষ যদি পরমাণু সমঝোতা ছিঁড়ে না ফেলে তাহলে আমরাও ছিঁড়বো না। আর যদি তারা সমঝোতা ছিঁড়ে ফেলে তাহলে আমরা সেটিকে টুকরো টুকরো করব।
iqna
captcha