IQNA

আমেরিকায় হযরত নূহ (আ.)এর নৌকার অনুরূপ নৌকা + ছবি

16:43 - July 08, 2016
সংবাদ: 2601156
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও বন্যার হাত থেকে মানুষ ও জীবজন্তুকে বাঁচানোর জন্য হযরত নূহ (আ.) একটি বৃহৎ নৌকা তৈরি করেছিলেন। হাদিস এবং আসমানি গ্রন্থের বর্ণনা অনুযায়ী আমেরিকায় হযরত নূহ (আ.)এর ঐ বৃহৎ নৌকার ন্যায় একটি নৌকা তৈরি করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: এই নৌকাটি আমেরিকারা কেন্টাকি স্টেটে নির্মাণ করা হয়েছে। ১৫৫ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই নৌকাটি দর্শনার্থীদের পরিদর্শনের জন্য যাদুঘরের মতো নির্মাণ করা হয়েছে।
প্রকল্প পরিচালক "ক্যান হ্যাম" জানিয়েছেন, হযরত নূহ (আ.)এর সদৃশ অনুযায়ী এই নৌকাটি তৈরি করা হয়েছে। পবিত্র বাইবেল গ্রন্থের বর্ণনা অনুযায়ী নৌকাটি নির্মাণ করা হয়েছে এবং সেসময়ে যে সকল জীবজন্তু নৌকার ভিতরে ছিল তার অনুরূপ পশুপাখি নৌকার ভিতরে রাখা হয়েছে।
তিনি বলেন: এই নৌকাটি পবিত্র বাইবেলের বর্ণনা অনুযায়ী নির্মাণ করা হয়েছে এবং আশা করেছি প্রতি বছর ২০ লাখ দর্শক এটি পরিদর্শন করার জন্য আসবে।
iqna


ট্যাগ্সসমূহ: আমেরিকায় ، হযরত ، নূহ ، ইকনা
captcha